মদনে ইট ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণার মদনে এক ইট ভাটার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।উপজেলার নায়েকপুর ইউনিয়নের এড়ং বিলে সরকারি জায়গায় এক্সকোভেটর দিয়ে ওয়াহেদ ব্রিকস মাটি কাটায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ অভিযান পরিচালনা করে মালিক ওয়াহেদের ছেলে আবিদ মোহাম্মদ আজরফ কে এ জরিমানা করেন। এ সময় সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সংশ্লিষ্ট উপ-সহকারি ভূমি কর্তকর্তাসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ইউএনও বুলবুল আহমেদ জানান, সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে ইট ভাটার মাটি উত্তোলন করায় বালু মহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১)ধারায় বুধবার ওয়াহেদ ব্রিকস কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।