পড়া না পাড়ায় শিক্ষিকার ডাস্টারের আঘাতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হাসপাতালে

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে শ্রেণী কক্ষে পড়া না পাড়ায় ডাস্টার দিয়ে পিটিয়ে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে আহত করার অভিযোগ উঠেছে উপজেলার খরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফরিদা খাতুনের বিরুদ্ধে।
রবিবার বিকালে খরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনাটি ঘটে। আহত শিশু শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম হাসপাতালে শিশুটিকে দেখতে আসেন।

আহত শিশু শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, সে উক্ত বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে লিখাপড়া করে। তাহার রোল নং-৮। ঘটনার সময় পড়া না পাড়ার কারণে ফরিদা মেডাম ডাস্টার দিয়ে পিটিয়ে পিঠে রক্তাক্ত জখম করেন। পড়ে বাড়িতে গিয়ে শিক্ষিকার মারধরের ঘটনাটি তার পিতা-মাতাকে জানায়।

আহত শিশুটির পিতা আবু রায়হান ও মাতা নার্গিস আক্তার উক্ত শিক্ষিকার শাস্তি দাবী করে সাংবাদিকদের বলেন, ছেলেটি বাড়িতে যেয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে আম্মা আমাকে ফরিদা মেডাম ডাস্টার দিয়ে পিঠে মেরেছে। পরে ছেলেটির পিঠে রক্তাক্ত জখম দেখতে পেয়ে তারা হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ বিষয়ে শিক্ষিকা ফরিদা খাতুন এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, ব্ল্যাকবোর্ডে বার বার লিখে দেওয়ার পরও পড়া না পাড়ায় তিনি শাসন করেছেন। ডাস্টার দিয়ে পিটানোর বিষয়ে বলেন, তিনি হাত দিয়ে পিটিয়েছেন,ডাস্টার দিয়ে পিটানোর বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সূত্রধর বলেন, যদি শিক্ষিকা ছাত্রটিকে মারধর করে থাকে তাহলে সেটি অন্যায় করেছে। ঘটনাটি আইনের পরিপস্থি বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ঘটনাটি অত্যান্ত নিন্দনীয়, উক্ত শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

স্থানীয়রা শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার করাণে সহকারী শিক্ষিকা ফরিদা খাতুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ।