ঈশ্বরগঞ্জে বাড়িতে গিয়ে বই বিতরণ

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় ঈশ্বরগঞ্জে বই বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছে। করোনার ফলে সরকারী বিধি নিষেধের কারণে উৎসবে রুপ নেয়নি এ অনুষ্ঠান। মাধ্যমিক পর্যায়ে শুক্রবার ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণের দিন ধার্য ছিল।
শিক্ষার্থী ও অভিভাবকদের চমকে দিয়ে বাড়িতে বই নিয়ে হাজির হন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম। বাড়িতে বই পেয়ে আনন্দে আত্মহারা চরণিখলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্রী স্টেশন রোডের মিথিলা আলম।

মিথিলা বলেন করোনার কারণে স্কুলে যেতে না পারায় মন খারাপ। কিন্তু স্যারেরা আজ আমার বাসায় বই নিয়ে এসেছেন তাতে আমি অনেক খুশি হয়েছি। বাড়িতে বই বিতরণের সময় উপস্থিত ছিলেন চরনিখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মো. গোলম মোস্তফা প্রমুখ।