পরকীয়ার জেরে গলা টিপে স্বামীকে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : দিনাজপুর জেলার পার্বতীপুরে পরকীয়ার জেরে নিজ হাতে গলা টিপে স্বামী শাহাজাদ হোসেনকে (৩৭) হত্যার অভিযোগে স্ত্রী শরিফা বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ এপ্রিল) রাতে পার্বতীপুর শহরের চান্দোয়াপাড়া মহল্লায় চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সকালে নিহতের বাড়ি থেকে তার স্ত্রী শরিফা বেগমকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ২০১৯ সালের ৩ অক্টোবর পার্বতীপুর শহরের চান্দোয়াপাড়া মহল্লার মৃত জহির উদ্দীনের ছেলে শাহাজাদ হোসেনের সাথে একই উপজেলার রামপুর ইউনিয়নের ভোটগাছ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শরিফা বেগমের বিয়ে হয়। তবে এটি শরিফার চতুর্থ ও শাহাজাদ হোসেনের তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকে তাদের মধ্যে কোন বনিবনা ছিল না। প্রতিদিনই উভয়ের মাঝে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। দুই মাস আগে শাহাজাদ হোসেন টাঙ্গাইলের এলেঙ্গায় একটি অটোরাইস মিলে হেল্পার পদে চাকরিতে যোগ দেন। পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল ভোরে শাহাজাদ কর্মস্থল থেকে চান্দোয়াপাড়ায় নিজ বাড়িতে আসেন। ওই দিন বিকেলে স্ত্রী শরিফা বেগম সুজির হালুয়ার সাথে ঘুমের বড়ি মিশিয়ে তাকে খেতে দেয়। এতে কিছুক্ষণের মধ্যে শাহাজাদ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুমন্ত অবস্থায় স্ত্রী শরিফা বেগম দুই হাতে গলা টিপে তাকে হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আনিছুর রহমান। হত্যাকাণ্ডের পেছনে স্ত্রীর পরকিয়া সম্পর্কই মূল কারণ বলে তিনি জানান। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী শরিফা বেগমকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: দাদি-নাতির পরকীয়ার জেরে স্বামীকে হত্যা অতপর… আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ রাণীশংকৈলে ঝুঁকিতে সেতু, থামছেই না বালু উত্তোলন রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী বিরামপুরে আবাসিক হোটেলে আটক যুবকের কারাদণ্ড, যুবতীর অর্থদণ্ড লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদামে আগুন SHARES Matched Content দেশের খবর বিষয়: গলা টিপেপরকীয়ার জেরেস্বামীকে হত্যা