করোনায় প্রাণ গেল আরও ৯৪ জনের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬৪ জন ও নারী ৩০ জন। মৃতদের মধ্যে ৯০ জন হাসপাতালে ও চারজন বাড়িতে মারা যান। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮১ জনে। দেশে করোনা শনাক্তের ৪০৪তম দিনে এসে বৈশ্বিক এ মহামারিতে মৃত্যু ১০ হাজার ছাড়াল। একই সময়ে দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯২ জন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে। গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২৫৫টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৯৯৫টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৯১৫ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৯৭ হাজার ২১৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৯৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ১৪ জন, পঞ্চাশোর্ধ্ব ২৫ জন এবং ষাটোর্র্ধ্ব ৫২ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৬৯ জন, চট্টগ্রামের ১২ জন, রাজশাহীর ছয়জন, খুলনার তিনজন, বরিশালের দুইজন, সিলেটের একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়। Share this:FacebookX Related posts: করোনায় প্রাণ গেল আরও ১১ জনের, নতুন শনাক্ত ৯৬৯ করোনায় প্রাণ গেল আরও ৩২ জনের দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৮ করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী করোনায় সুস্থ রোগীর সংখ্যা লাখ ছাড়ালো করোনায় নতুন মৃত্যু ৪১, শনাক্ত ৩০৫৭ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৭৪ করোনায় শনাক্তের হার ২০ দশমিক ১৭ শতাংশ করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও শনাক্ত SHARES Matched Content জাতীয় বিষয়: আরও ৯৪ জনেরকরোনায়প্রাণ গেল