পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে পরকীয়ার জের ধরে স্বামী সাইফুল ইসলামকে(৫০) হত্যা করেছে স্ত্রী বিউটি আক্তার। বুধবার (৮ জুলাই) সকালে হিমারদীঘি এলাকার কুদ্দুসের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইফুল রংপুর জেলার গঙ্গারচর থানার চাঁনবাগ গ্রামের সামসুল ইসলামের ছেলে। সে পেশায় একজন হকার।
পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি আক্তার (৪০) কে আটক করেছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল জানান, দির্ঘদিন যাবত পরক্রিয়া জেরে পারিবারিক কলহে জরায় এই দম্পতি। ঘটনার দিন সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে স্ত্রী বিউটি ক্ষিপ্ত হয়ে স্বামীর গলায় ছুড়ি চালিয়ে হত্যা করে। পরে স্ত্রী বিউটি তার কারখানায় কাজে যোগ দেন। বেলা ১০টায় কারখানা থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে আসেন। পরে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি।

নিহতের সতের বছর বয়সি ছেলে আরিফ বলেন, মা বাবা প্রায় সময়ই ঝগড়া করতো। আজ সকালে আবার ঝগড়া করে অফিসে যাওয়ার তার আগেই বাবাকে ছুড়ি দিয়ে গলা কেটে ঘরে তালা বন্ধ করে চলে যায়। এঘটনায় যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।