সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিলখুড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতিসহ অন্য আসামিদের গ্রেফতারের দাবিতে সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট পালন করছে আমদানি-রপ্তানীকারক সমিতি।

মঙ্গলবার পোর্টে ধর্মঘট পালিত হচ্ছে বলে জানান সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষের এডি গিয়াস উদ্দিন।

এর ফলে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানী বন্ধ রয়েছে।

পুলিশ আবু হানিফ নামে যুবলীগের সাবেক সভাপতিকে আটক করলেও মূল আসামিকে আটক না করায় এ ধর্মঘট পালন করা হচ্ছে বলে জানিয়েছেন আমদানি-রপ্তানীকারক সমিতির সম্পাদক আব্দুর রাজ্জাক।

সিএন্ডএফ এসোসিয়েশনের সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান জানান, সিএন্ডএফ সভাপতির ওপর হামলা ও আসামিদের গ্রেফতারের দাবিতে একদিনের ধর্মঘট পালিত হচ্ছে।

গত রোববার (০৩ জানুয়ারী) উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিএন্ডএফ এজেন্টের সভাপতি সরকার রকীব আহমেদ শিলখুড়ি ইউনিয়নে আওয়ামী লীগের কাউন্সিলে যাবার পথে শিলখুড়ি আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা রকীবের গাড়ি আটকে তাকেসহ ৪ নেতাকর্মীকে লাঞ্চিত করে।

এ ঘটনায় শিলখুড়ি ইউনিয়ন সভাপতিসহ ওই ইউনিয়নের ৫ নেতাকর্মীকে সাময়িক বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলাও করা হয়েছে।