পার্বতীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতাউর ও সম্পাদক বকুল

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাবিদ অধ্যাপক মো. আতাউর রহমানকে সভাপতি (দৈনিক ভোরের দর্পন) ও মোস্তাফিজুর রহমান বকুলকে (ভোরের কাগজ) সাধারণ সম্পাদক করে দিনাজপুর’র পার্বতীপুর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে এম এ ওহাব পাবলিক উচ্চ বিদ্যালয় চত্ত্বরে ‘পার্বতীপুর উপজেলা প্রেসক্লাব’-এর আহবায়ক কমিটির এক সভায় সর্বসম্মতিতে ১১ সদস্য বিশিষ্ট এ কার্য নির্বহিী কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. আতাউর রহমান।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. শাহাজুল ইসলাম, সহসভাপতি মাহফিজুল ইসলাম রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মো. লিয়াকত আলী, দফতর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বদরুদ্দোজা বুলু এবং নির্বাহী সদস্য মো. আমজাদ হোসেন, মো. রুকুনুজ্জামান বাবুল, মো. সাজ্জাদ হোসেন ও মো. মহসিন আলী।