৮০ দিন পর চালু হল বাংলাবান্ধা স্থলবন্দর

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৮০ দিন বন্ধ থাকার পর চালু হল বাংলাবান্ধা স্থলবন্দর। শর্ত সাপেক্ষে দেশের একমাত্র চর্তুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হল।
১৩ জুন (শনিবার) সকালে পঞ্চগড়ের তেঁতুলীয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের একটি পণ্যবাহী ট্রাক বাংলাবান্ধা জিরো পয়েন্টে প্রবেশের মধ্যদিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়।

এসময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম, বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ম্যানেজার কাজী আল-তারেক, বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলাসহ কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার স্বাস্থ্যবিধিসহ ১১ দফা মেনে চলার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। শর্ত সাপেক্ষে দেশের একমাত্র চর্তুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকার কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে কর্মরত শ্রমিকরা চরম অর্থনৈতিক দুর্দশার মধ্যদিয়ে দিনানিপাত করে আসছিল। এখন আবার প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে শ্রমিকদের মাঝে।

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে বাণিজ্য শুরু হল। প্রাথমিকভাবে এই তিন দেশ থেকে প্রতিদিন একশটি ট্রাক আমদানি শুরু করবে। একইভাবে রপ্তানি কার্যক্রমও চলবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।