বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শব-ই-বরাত ও হোলি উপলক্ষে সোমবার ও মঙ্গলবার দুই দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

ভারতের শিলিগুড়ি নর্থ বেঙ্গল এক্সপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের পঞ্চগড় জেলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যৌথ ভাবে এ সিদ্ধান্ত নেয়।

পঞ্চগড় জেলা আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফলে এ দুই দিন বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

পঞ্চগড় সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেড, বাংলাবান্ধা কুলি শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, মুসলমানদের পবিত্র শব-ই-বরাত ও সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব উপলক্ষে ২৯ ও ৩০ মার্চ দুই দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৩১ মার্চ সকাল থেকে যথারীতি এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে এ সময় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম (ইমিগ্রেশন চেকপোস্ট) স্বাভাবিক থাকবে।

ভারতের শিলিগুড়ির নর্থবেঙ্গল এক্সপোর্টার অ্যাসোসিয়েনের সভাপতি বিশ্বজিত ভৌমিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।