সাংবাদিকদের ‘মুভমেন্ট পাস’ লাগবে না: আইজিপি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১ সাংবাদিকদের ‘মুভমেন্ট পাস’ লাগবে না: আইজিপি নিজস্ব প্রতিবেদক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জরুরি প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ সাংবাদিকদের নেওয়া লাগবে না। এই পাস শুধু যারা জরুরি কাজে বাইরে বের হবেন তাদের নিতে হবে। আজ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে ‘মুভমেন্ট পাস’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। একস্থান থেকে অন্যস্থানে যাতায়াতের জন্য অফিসিয়াল কিংবা জরুরি প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ নেওয়া লাগবে। তবে এ ক্ষেত্রে সাংবাদিকদের এই পাস নেওয়া লাগবে না। তিনি আরও বলেন, সীমিত কারণে বের হওয়া লাগতে পারে। তারা মুভমেন্ট পাস নেবেন। কোনো ধরনের রাস্তাঘাটে আড্ডা দেবেন না। বিভিন্ন সড়কে, মোড়ে আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণরা কেউ বের হবে না। বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে এই ‘মুভমেন্ট পাস’ অ্যাপ্লিকেশনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর প্রথম এক ঘণ্টায় ১ লাখ ২৫ হাজার মানুষ ‘মুভমেন্ট পাস’র জন্য আবেদন করেন। অর্থাৎ প্রতি মিনিটে ১৫ হাজার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। Share this:FacebookX Related posts: সাংবাদিকদের আর কেউ ‘সাংঘাতিক’ বলার সাহস পাবে না সাংবাদিকদের স্বাস্থ্যঝুঁকি ভাতা নিশ্চিতের আহ্বান ফখরুলের সাংবাদিকদের সহায়তার সিদ্ধান্ত গ্রহণ করেছি: তথ্যমন্ত্রী কুড়িগ্রামের সাবেক ডিসিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ আক্রান্ত ২১৮ পুলিশ সদস্যের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন আইজিপি ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি জামিন পেলেন সুশান্ত দাশ গুপ্ত প্রবীণ সাংবাদিক মাসুক চৌধুরী আর নেই চলতি মাসেই অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন: তথ্যমন্ত্রী সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দুর্নীতিবাজদের পুলিশে দেখতে চাই না: আইজিপি SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ‘মুভমেন্ট পাস’আইজিপিলাগবে নাসাংবাদিকদের