জেএমবি’র দুই সদস্য আটক

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র দুই সদস্যকে আটক করা হয়েছে।সোমবার দিবাগত মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভরনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রংপুরের গঙ্গাচড়া থানার মহুভাষা জুম্মাপাড়া গ্রামের আব্দুল কাফি (২৭) ও কুড়িগ্রাম জেলার নলেয়া ব্যাপারী মোড় মহল্লার হযরত আলী (২১)

রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, তারা পুরাতন জেএমবি সদস্য।

মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল লতিফ শেখ মুঠোফোনে বলেন, তারা গত ১৭ মার্চ রানীশংকৈলে অস্ত্রসহ দুই জেএমবি সদস্য আটকের মামলার এজাহারভুক্ত আসামি। তারা মুলত আটক দুই জনের ব্যাপারে কি ভাবে কি করা যায় ও সরকার সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে কিভাবে দেশকে অস্থিতিশীল অরাজকতা চালানো যায় সেই নীল নকশার বিষয়েই আলোচনা করতে এসেছিলেন। তাদের আটক করে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিন দিন পর শুনানির মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।

গত ১৭ মার্চ রানীশংকৈলে নিষিদ্ধ ঘোষিত দুই জেএমবি সদস্যকে ভরনিয়া এলাকা থেকে আটক করা হয়।