লকডাউনে যেসময়ে খোলা থাকবে ব্যাংক

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

অনলাইন ডেস্ক : বুধবার থেকে শুরু হতে যাওয়া লকডাউনের মধ্যে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত ব্যাংক খোলা থাকবে।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্ধারণ করা হলো। তবে অন্যান্য আনুষঙ্গিক কার্যাবলি সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে ৩টা পর্যন্ত।