রেলমন্ত্রীর নিজস্ব অর্থায়নে মাঠকর্মীদের মাঝে পিপিই বিতরণ

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

অনলাইন ডেস্ক ; করোনা সংক্রমণ ঠেকাতে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন তার নিজস্ব অর্থায়নে পঞ্চগড় জেলায় পারসোনাল প্রটেকশন্স ইক্যুপমেন্ট (পিপিই) বিতরণ করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) মন্ত্রীর পক্ষে মন্ত্রীর এপিএস রাশেদ প্রধান এসব পিপিই প্রদান করেন।

পঞ্চগড় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, থানা, প্রেসক্লাব এবং তার নির্বাচনী এলাকার প্রত্যেক জনপ্রতিনিধিকে একটি করে পিপিই প্রদান করেন।

করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে মাঠ পর্যাায়ে যারা কাজ করছেন তাদের জন্য এই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে বলে মন্ত্রীর এপিএস রাশেদ প্রধান জানান।