বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাড়াটিয়া বাহিনী দিয়ে তাণ্ডব চালিয়ে দুটি বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা।এ সময় বাড়ি দুটির ইটের গাঁথুনি গুঁড়িয়ে দিয়ে ঘরের ছাউনি, টাকা, ধান-চাল, ছাগলসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছে।
রোববার (২১ মার্চ) উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাবের আলী ও সারেফ আলী মন্ডল জানান, বসতভিটার জমি নিয়ে জাফরাবাদ মোল্লাপাড়া গ্রামের মোজাম্মেল হক গংদের সঙ্গে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে দায়েরকৃত মামলাটি ২০১৬ সালে নওগাঁ সহকারী জজ আদালত তাদের পক্ষে রায় দেয়। পরবর্তীতে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর জমিটি বুঝিয়ে দেন আদালত। এরপর থেকে তারা সেখানে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন।

সারেফ আলী অভিযোগ করে বলেন, হঠাৎ করেই রোববার প্রতিপক্ষ মোজাম্মেল হক ও আয়নাল হক উজ্জলের নেতৃত্বে শতাধিক ভাড়াটিয়া বাহিনী রামদা, হাঁসুয়া, লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। ভয়ে পরিবারের লোকজন অন্যত্র গিয়ে আত্মগোপন করে।

এ সময় হামলাকারীরা বসতবাড়ির টিনের ছাউনি, নগদ টাকা, ছাগল, ধান-চাল যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। ভেঙে দেওয়া হয়েছে ইটের গাঁথুনি। লুট করে নিয়ে গেছে জমির মূল্যবান কাগজপত্রসহ মামলার রায়ের কপিও। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা বিলের ভেতর দিয়ে পালিয়ে যায়।

মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ফোর্সসহ আমি নিজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।