নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ার ছেকার আহম্মেদ শিষান ব্যক্তিগত উদ্যোগে নওগাঁ পৌর এলাকায় কর্মহীন ও অসহায় ৫ হাজার লোকের মধ্যে নগদ টাকা বিতরণ শুরু করেছেন। শুক্রবার পৌর এলাকার ১২টি স্থানে জনপ্রতি নগদ ৩শ’ টাকা বিতরণ করা হয়েছে।

এ সময় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক প্রবীর দাস লাদু, সহ-প্রচার সম্পাদক মাহমুদুর রহমান বাবুসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসে কর্মহীন হয়ে থাকা ও অসহায় লোকের মধ্যে ১৫ লাখ টাকা নওগাঁ সভার ৯টি ওয়ার্ডে ৫৪টি স্থানে বৃহস্পতিবার সকালে থেকে বিতরণ শুরু হয়ে শনিবার পর্যন্ত ৫ হাজার লোকের মধ্যে জনপ্রতি নগদ ৩শ’ টাকা করে বিতরণ করা হবে।