মনোনয়ন নিয়ে আ.লীগে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে জাপা, বিএনপি থেকে আগত নব্য আওয়ামী লীগ ও দুর্নীতিবাজকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ডাকা মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে হয়েছে।
তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ প্রার্থীর ডাকা মানববন্ধন কর্মসূচিতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন আহ্বান করেন চাওড়া ইউনিয়নের মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন। এ সময় মনোনয়ন পাওয়া আওয়ামী লীগ প্রার্থী আক্তারুজ্জামান বাদল খানের কর্মীরা তাতে বাঁধা দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, জননেত্রী শেখ হাসিনাকে ভুল তথ্য দিয়ে দুর্নীতিবাজ, জাপা এবং বিএনপি থেকে আসা হাইব্রীড আওয়ামী লীগ নেতাকে মনোনয়ন দেয়া হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উক্ত মনোনয়ন বাতিলের অনুরোধ জানাই।

এ বিষয়ে চাওড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাদল খানের মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার ( আমতলী সার্কেল) রবিউল ইসলাম বলেন, এক পক্ষ মনোনয়ন না পেয়ে মানববন্ধন কর্মসূচি আহ্বান করেন। সেখানে অন্য পক্ষ বাঁধার সৃষ্টি করতে চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।