ভালুকায় বাস চাপায় মিল শ্রমিক নিহত

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় মনিরুজ্জামান রুবেল (৩৫) নামে মটর সাইকেল চালক এক মিল শ্রমিক নিহত ও তার শিশু সন্তান আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার কলেজ গেইট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পৌরসভার ১নং ওয়ার্ড ভান্ডাব গ্রামের বাসিন্দা স্থানীয় স্কয়ার ফ্যাশনের শ্রমিক মনিরুজ্জামান রুবেল তাহার শিশু সন্তান লিয়াম (১০) কে নিয়ে গ্রামের বাড়ী ত্রিশালের রাগামারা থেকে মটর সাইকেল দিয়ে বাসায় ফিরছিলেন।

বাসার কাছে ভালুকা সরকারী ডিগ্রী কলেজের সামনে জেব্রা ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহি বাস মটর সাইকেলটি কে চাপা দিলে ঘটনারস্থলেই মনিরুজ্জামান রুবেল মারা যান। খবর পেয়ে স্থানী লোক জন আহত শিশু সন্তান লিয়াম কে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যান। নিহত রুবেল ত্রিশাল থানার রাগামারা গ্রামের মঞ্জুরুল আলমের ছেলে। পুলিশ নিহতের লাশটি উদ্ধার করেছে।