ভালুকায় বাদশাহ টেক্সটাইল মিলের গুদামে আগুনে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বাদশাহ টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লেগে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। ৫ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।

মিল কর্তৃপক্ষ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবস্থিত বাদশাহ টেক্সটাইল মিলের তুলার গোদামে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ ও শ্রীপুর ফায়ার সার্ভিস সহ ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকান্ডে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, ‘দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৫ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।