ভালুকায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

ভালুকা(ময়মনসিংহ) থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিলাই জোরা খাল থেকে শনিবার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,ওই খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা বরশি দিয়ে মাছ ধড়াতে এসে পানিতে পড়ে তার মৃতু: হয়েছে। তবে তদন্ত ছাড়া কি ভাবে মারা গেছে তা নিশ্চিত করা যাচ্ছে না।