ভালুকায় বাস চাপায় দুই জন নিহত

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ইউটার্ণ নেয়ার সময় বাস চাপায় হামিদ কারী (৫০) ও জাকির হোসেন (২০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১৮ফেরুয়ারী বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ তৈমুর আলী জানান,ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর উত্তর বাজার এলাকায় ইউটার্নের সময় ঢাকাগামী সাবিহা পরিবহণের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো ব-১২-০৫৯১) মোটর সাইকেলটিকে চাপা দিলে আরোহী উপজেলার বাশিল গ্রামের হাজ্বী নুরুল ইসলামের ছেলে হামিদ কারী (৫০) ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় মোটর সাইকেল চালক মেহেরাবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে জাকির হোসেনকে (২০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়।