ভালুকায় জুতার কারখানায় ৮লাখ টাকার মালামাল চুরি

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চেয়াম্যান আবুল কালাম আজাদের জুতার কারখানা এ্যাপোলো সুজ এন্ড ফুট ওয়ার লিমিটেডে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলীতে অবস্থিত ভালুকা উপজেলা পরিষদ চেয়াম্যান আবুল কালাম আজাদের জুতার কারখানা এ্যাপোলো সুজ এন্ড ফুট ওয়ার লিমিটেডে প্রায় ৪ মাস যাবৎ বন্ধ রয়েছে। রবিবার বিকালে কারখানার কেয়ার টেকার রবিউল ইসলাম কারখানাতে কাজ করাতে গিয়ে চুরির ঘটনা দেখতে পান। ২মাসের মধ্যে যে কোন সময় এ চুরি সংঘঠিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কারখানার মালিক উপজেলা পরিষদ চেয়াম্যান আবুল কালাম আজাদ জানান, আমার কারখানা থেকে ৭টি সেলাই মেশিন ১৩টি মটর মেশিনের পার্স ও জিকঝাক একটি মেশিন সহ ৮লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, পুলিশ ঘটনার স্থল পরিদশ করেছে।