ভালুকায় সড়ক দূর্ঘটনায় মিল শ্রমিক নিহত

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলি নামক এলাকার লিজ ফ্যাশন ইন্ডাষ্ট্রি লি: এর শ্রমিক মুসাদ্দেক সিপাই (২৫) রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় নিহত হয়েছে।

জানা যায়,গত (০৫) মার্চ বৃহস্পতিবার দুপুরে ঐ মিলের শ্রমিক পটুয়াখালী জেলার দশমিনা থানার ঢনঢনিয়া গ্রামের আ: রাজ্জাক সিপাইয়ের ছেলে মুসাদ্দেক সিপাই খাবার খাওয়ার জন্য মিল থেকে বেড়িয়ে ঢাকা-ময়মনসিংহ মহ্সড়কে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে আমতলি এলাকার ভি,ডি,আর বাড়ীর সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।