ভালুকায় ৪ জন করোনা রোগী শনাক্ত এলাকা লকডাউন

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মে ৫, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ড্রাইভারপাড়া স্বামী স্ত্রী ও রান্দিয়া গ্রামে এক নারী সহ দুইনারী মোট ৪ জনের ৩ মে রবিবার কোভিড-১৯ পজেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সোহেলী শারমিন। পরে ঐ সব এলাকা লকডাউন করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ড্রাইভারপাড়া এলাকায় অবস্থিত বেইলী ড্রাইয়িং এর কর্মরত ২ শ্রমিক জাহিদুল (২১) ও স্ত্রী আছমা আক্তার (২০) এবং রান্দিয়া গ্রামের কুলছুম আক্তার (৫০) তাছাড়া শাহিনুর আক্তার (৩০) নামে এক নারীসহ ৪ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তারা সকলেই যারযার বাড়িতে অবস্থান করছেন। ঐ সব এলাকা লকঢাউন করা হয়েছে বলে জানা গেছে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সোহেলী শারমিন জানান, বেইলী ড্রাইয়িং এর দুই শ্রমিক স্বামী স্ত্রী হবিরবাড়ী ইউনিয়নের ড্রাইভারপাড়া বাসা ভাড়া থেকে চাকুরী করে তাদের বাড়ী নরসিংদী জেলায় ও আর এক নারীর বাড়ী ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামে। অপর নারীর নাম শাহিনুর আক্তার তার বাড়ি বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামে বলে জানা যায়। আমাদের এখানে ১০৯ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করা হয়। এর মাঝে ৪ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।