নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বরগুনায় মতবিনিময় সভা

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃ”মুজিববর্ষের অঙ্গিকার, নারী পুরুষ সম অধিকার” এই মূলমন্ত্রকে সামনে রেখে বরগুনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজন শোভাযাত্রা, মতবিনিময় সভা ও মাতৃদুগ্ধ কর্নারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার কার্যালয় এর সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক জেলা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের মাতৃদুগ্ধ পান কর্ণার এর শুভ উদ্বোধন করেন। পরে পুলিশ সুপার কার্যালয় এর কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরগুনা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক। আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম, মহররম হোসেন, মেহেদী হাসান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভূবন চন্দ্র হাওলাদার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, অ্যাডভোকেট সঞ্জীব দাস, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, জাতীয় মহিলা সংস্থা বরগুনার হোসনেয়ারা চম্পা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, বরগুনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুশফিক আরিফ, নারীনেত্রী নিগাত সুলতানা, শামসুন্নাহার বেগম, খালেদা ইসলাম সুইটি, সোহেলী পারভীন ছবি, কাজল রানী দাস, সায়রা হাসান রুবী, অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, অ্যাডভোকেট নার্গিস পারভীন সুরমা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মারুফ পারভেজ, কাশপিয়া দেবনাথ, রাবেয়া মুন্নী ও লোকবেতারের ফাতিমা আক্তার কাজল। সভা পরিচালনা করেন, পুলিশ সুপার কার্যালয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ জান্নাতুল ফেরদৌস।