ভালুকায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) থেকে তমাল কান্তি সরকার: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভান্ডাব খুজিবাড়ী সংলগ্ন একটি জলাশয় থেকে অজ্ঞাত মহিলা (৩৫) এর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
জানা যায়,২১আগষ্ট শুক্রবার সকালে মহাসড়কের পাশে মহিলার লাশ পরে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মহিলার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাঈন উদ্দিন জানান,আমরা লাশ উদ্ধার করেছি ময়না তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর কারণ। তবে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।