হালুয়াঘাটে নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

জোটন চন্দ্র ঘোষ ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়া প্রতিবন্ধী স্কুল থেকে প্রায় ৫শত গজ পূর্বে একটি নারাক্ষেতে অজ্ঞাতনামা এক নবজাতকের লাশ পাওয়া গিয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) অপরাহ্নে স্থানীয়রা নবজাতকের লাশটি দেখতে পেয়ে পুলিশকে অবগত করেন।

স্থানীয় এলাকাবাসী জানায়, নবজাতকটিকে প্রায় দুই দিন পূর্বে হয়ত কোন ব্যক্তি লোক চক্ষুর অন্তড়ালে উক্ত স্থানে ফেলে রেখে যায়। প্রাথমিক ভাবে ধারণা করছেন হয়ত অবৈধ ভাবে গর্ভধারণ করার ফলে নবজাতকটিকে ফেলে রেখে যায় উক্তস্থানে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে মৃত নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অবৈধ ভাবে গর্ভধারণ করার ফলে এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।