তারাকান্দায় চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ,ধর্ষক আটক

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের তারাকান্দায় চকলেটের প্রলোভনে ৮ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী বদির উদ্দিন নামক এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বদির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বদির উদ্দিন উপজেলার কাকনী ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে। ঘটনাটি ঘটে ২ জানুয়ারী উপজেলার কাকনী ইউনিয়নে। এ ঘটনায় সোমবার (১৩ জানুয়ারী) রাতে শিশুর মা বাদী হয়ে বদির উদ্দিনকে আসামী করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, ৮ বছর বয়সের ওই শিশু বদির উদ্দিনের বাড়ির উঠানে গত ২ জানুয়ারী বালি দিয়ে খেলা করছিল। এসময় বাড়ির মালিক বদির উদ্দিন ওই শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে ছলনার আশ্রয় নিয়ে কৌশলে বসতঘরে ডেকে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে।

তিনি আরও বলেন, এ ঘটনা স্থানীয়রা মিশাংশা করে দিবে বলে কালক্ষেপন করে। পরে সোমবার বিকালে খবর পেয়ে তাৎনিক শিশুর বাড়িতে গিয়ে থানায় আনা হয়। ভিকটিমকে ডাক্তারী পরীার জন্য মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত ধর্ষক বদির উদ্দিন পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান।