তারাকান্দায় চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ,ধর্ষক আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের তারাকান্দায় চকলেটের প্রলোভনে ৮ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী বদির উদ্দিন নামক এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বদির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বদির উদ্দিন উপজেলার কাকনী ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে। ঘটনাটি ঘটে ২ জানুয়ারী উপজেলার কাকনী ইউনিয়নে। এ ঘটনায় সোমবার (১৩ জানুয়ারী) রাতে শিশুর মা বাদী হয়ে বদির উদ্দিনকে আসামী করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, ৮ বছর বয়সের ওই শিশু বদির উদ্দিনের বাড়ির উঠানে গত ২ জানুয়ারী বালি দিয়ে খেলা করছিল। এসময় বাড়ির মালিক বদির উদ্দিন ওই শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে ছলনার আশ্রয় নিয়ে কৌশলে বসতঘরে ডেকে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। তিনি আরও বলেন, এ ঘটনা স্থানীয়রা মিশাংশা করে দিবে বলে কালক্ষেপন করে। পরে সোমবার বিকালে খবর পেয়ে তাৎনিক শিশুর বাড়িতে গিয়ে থানায় আনা হয়। ভিকটিমকে ডাক্তারী পরীার জন্য মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত ধর্ষক বদির উদ্দিন পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান। Share this:FacebookX Related posts: গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার ধোবাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে গনধর্ষণ গ্রেফতার-১ গফরগাঁও’র চাঞ্চল্যকর ধর্ষণের পর নৃশংস হত্যা মামলার আসামি আটক তারাকান্দায় দস্যুতা সংঘটনকারী দলের ২ সক্রিয় সদস্য গ্রেফতার তারাকান্দায় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক তারাকান্দায় ৩ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক ময়মনসিংহে ৪ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক তারাকান্দায় ৭ বৎসরের শিশু সানজিদা আক্তার হত্যা মামলার মূল আসামী গ্রেফতার গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ গৌরীপুরে ছুরিকাঘাতে নবম শ্রেনীর ছাত্র খুন রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক SHARES Matched Content অপরাধ বিষয়: চকলেটের প্রলোভনতারাকান্দাযধর্ষক আটকশিশু ধর্ষণ