তারাকান্দায় ৩ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১৪ ব্যাটালিয়ন সদর কর্তৃক ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন রামপুরচারিয়া এলাকায় সাড়ে ৩ বৎসরের শিশু ধর্ষণ মামলার একমাত্র এবং প্রধান আসামী টাঙ্গাইলের মধুপুর থেকে আটক করেছেন।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারি পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, গত ০৪ অক্টোবর ২০২০ খ্রিঃ তারিখ ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন রামপুরচারিয়া এলাকায় সাড়ে ৩ বৎসরের শিশুকে চিপস দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ঢেকে নিয়ে আসামী মোঃ জাহাঙ্গীর আলম (২০) (পিতা-মোঃ হাসিম উদ্দিন) ধর্ষণ করেন।

ঘটনার পরপরই শিশুটি তার মাকে বিষয়টি সম্পর্কে অবহিত করে এবং কান্নাকাটি শুরু করে। পরবর্তীতে ওই শিশুটি রাতে ব্যথায় চিৎকার ও কান্নাকাটি করলে তার মা তাকে স্থানীয় চারিয়া বাজারের এক ওষুধ দোকানের ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অতঃপর গত ০৫ আক্টোবর ২০২০ খ্রিঃ সোমবার ভোরে ধর্ষণকারীর পিতা: হাসিম উদ্দিনকে বিষয়টি জানালে তারা বিষয়টিকে গুরুত্ব প্রদান করেন নি। পরবর্তীতে শিশুটির মা গত ০৬ অক্টোবর ২০২০ খ্রিঃ তারাকান্দা থানায় এসে মোঃ জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
দৈনিক সময় সংবাদ
যার মামলা নং-০৩ তারিখ ০৬ অক্টোবর ২০২০খ্রিঃ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩)এর ৯(১)। ঘটনার বিষয়ে অবগত হওয়ার সাথে সাথে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল ঘটনাটি অত্যন্ত ¯পর্শ কাতর বিষয় হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্ণিত আসামীকে আইনের আওতায় আনার জন্য ছায়া তদন্ত শুরু করেন এবং আসামীকে গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নির্ণয় পূর্বক অদ্য ০৮ অক্টোবর ২০২০খ্রিঃ তারিখ সকাল ০৬.০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার একমাত্র প্রধান আসামী মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেন। গ্রেফতারকৃত আসামীকে তারাকান্দা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।