তারাকান্দায় দস্যুতা সংঘটনকারী দলের ২ সক্রিয় সদস্য গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০ স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন খিচাবাজার এলাকা হতে দস্যুতা সংঘটনকারী দলের ০২(দ্ইু)জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র্যাব-১৪। ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান,গত ০৬-০৪-২০২০ইং তারিখে ১৪.১০ ঘটিকায় র্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম বাবু, র্যাব-১৪, সিপিএসসি এর নেতৃতে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন খিচা বাজারের পূর্ব পাশে ময়মনসিংহ-নেত্রকোণা যাওয়ার পাকা রাস্তার উত্তর পাশে এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামী ১। রানা মিয়া @ বাবু (২৬), পিতা-মৃত মজিবুর রহমান ডাকাত, সাং-খিচা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ এবং ২। হেমেন্দ্র চন্দ্র পাল @ হিমু (৪২), পিতাঃ মৃত সুরেন্দ পাল, মাতাঃ মৃত মালতী রানী পাল, সাং-ভাটিপাড়া, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনাদ্বয়কে গ্রেফতার করেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উক্ত আসামীদ্বয় তাহাদের সহযোগী আসামীসহ নেত্রকোণা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় মহাসড়কের বিভিন্ন যানবাহনের যাত্রী এবং পথচারীদের নিকট হইতে নগদ টাকা পয়সা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও মূল্যবান জিনিষপত্র ছিনাইয়া নেওয়ার উদ্দেশ্যে পিস্তল সদৃশ খেলনা পিস্তল, ধারালো চাকু ও ছোরাসহ অবস্থান করিয়া দস্যুতা সংঘটন করিয়া আসিতেছিল এবং ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় সড়ক ও মহাসড়কে বিভিন্ন ধরনের পরিবহনের যাত্রীদের এবং পথচারীদেরকে গতিরোধ করিয়া দস্যুতা করে বলে স্বীকার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। Share this:FacebookX Related posts: তারাকান্দায় চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ,ধর্ষক আটক তারাকান্দায় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক তারাকান্দায় ৩ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক তারাকান্দায় ৭ বৎসরের শিশু সানজিদা আক্তার হত্যা মামলার মূল আসামী গ্রেফতার গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার শেরপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী সাইবার ক্রাইম দলের সদস্য গ্রেফতার ধোবাউড়ায় গাঁজাসহ যুবক আটক গৌরীপুরে ছুরিকাঘাতে নবম শ্রেনীর ছাত্র খুন ময়মনসিংহে তিন ভেজাল ওষুধ ব্যবসায়ীর কারাদন্ড হালুয়াঘাটে চাঁদা আদায়ের অভিযোগে পৌর কাউন্সিলরসহ আটক-২ যশোদা পরিবহণ থেকে বিপুল পরিমান ভারতীয় পণ্য উদ্ধার, ২ চোরাকারবারি আটক গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামী কার্জন গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ২ সক্রিয় সদস্য গ্রেফতারতারাকান্দাযদস্যুতা সংঘটনকারী দলের