তারাকান্দায় দস্যুতা সংঘটনকারী দলের ২ সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন খিচাবাজার এলাকা হতে দস্যুতা সংঘটনকারী দলের ০২(দ্ইু)জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান,গত ০৬-০৪-২০২০ইং তারিখে ১৪.১০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম বাবু, র‌্যাব-১৪, সিপিএসসি এর নেতৃতে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন খিচা বাজারের পূর্ব পাশে ময়মনসিংহ-নেত্রকোণা যাওয়ার পাকা রাস্তার উত্তর পাশে এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামী ১। রানা মিয়া @ বাবু (২৬), পিতা-মৃত মজিবুর রহমান ডাকাত, সাং-খিচা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ এবং ২। হেমেন্দ্র চন্দ্র পাল @ হিমু (৪২), পিতাঃ মৃত সুরেন্দ পাল, মাতাঃ মৃত মালতী রানী পাল, সাং-ভাটিপাড়া, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনাদ্বয়কে গ্রেফতার করেন।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উক্ত আসামীদ্বয় তাহাদের সহযোগী আসামীসহ নেত্রকোণা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় মহাসড়কের বিভিন্ন যানবাহনের যাত্রী এবং পথচারীদের নিকট হইতে নগদ টাকা পয়সা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও মূল্যবান জিনিষপত্র ছিনাইয়া নেওয়ার উদ্দেশ্যে পিস্তল সদৃশ খেলনা পিস্তল, ধারালো চাকু ও ছোরাসহ অবস্থান করিয়া দস্যুতা সংঘটন করিয়া আসিতেছিল এবং ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় সড়ক ও মহাসড়কে বিভিন্ন ধরনের পরিবহনের যাত্রীদের এবং পথচারীদেরকে গতিরোধ করিয়া দস্যুতা করে বলে স্বীকার করেন।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।