খুলনায় বাড়ির ছাদে ধর্ষণের পর শিশু অঙ্কিতাকে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১ আতিয়ার রহমান,খুলনা অফিস : খুলনা মহানগরীর দৌলতপুরে বাড়ির ছাদে ধর্ষণের পর শ্বাসরোধ করে তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রী অঙ্কিতা দে ছোঁয়াকে (৮) হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ। কয়েক দফা লাশ ঐ বাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখার পর গত বুধবার রাতে কোনো এক সময় বিউটি পার্লারের বাথরুমে লাশটি রাখা হয়। এ ঘটনায় ঐ বাড়ির দুই নারী সহ ৮ জনকে নগরীর দৌলতপুর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানান। এদিকে, স্কুলছাত্রী অঙ্কিতা দে ছোঁয়া হত্যাকা-ের প্রকৃত রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার ও রবিবারবিভিন্ন ্এলাকায় বিকালে নগরীর দৌলতপুরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ সময় বক্তারা স্কুলছাত্রী অঙ্কিতা দে ছোঁয়া হত্যাকা-ের প্রকৃত রহস্য উদঘাটন ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে বক্তৃতা করেন, অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান, শাহীন জামান পন, মিজানুর রহমান বাবু প্রমুখ। পুলিশের একাধিক সূত্র জানায়, ২২ জানুয়ারি বিকালে ফুসলিয়ে খুলনা মহানগরীর দৌলতপুরের পাবলা বণিকপাড়ার ‘বীণাপানি’ ভবনে নেয়া হয় অঙ্কিতাকে। এরপর থেকে সে নিখোঁজ হয়। পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে, ঐ দিন সন্ধ্যায় বীণাপানি ভবনের ছাদে প্রথমে তাকে ধর্ষণ ও পরে জুতার ফিতা, নাইলন ও জালের দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর লাশ একটি প্লাস্টিকের বস্তায় ভরে সিঁড়ি ঘরে লুকিয়ে রাখা হয়। সিঁড়ি ঘরের ওই স্থান ও ছাদের একাধিক স্থানে রক্তের দাগ, ভেজা কাপড় ও বেশ কিছু আলমত দেখে পুলিশ তা নিশ্চিত করেছে। পুলিশের তদন্তে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুইজনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে। এর একজন ঐ ভবনের মালিক প্রীতম ও বাড়ির কেয়ারটেকার শ্যামল। তাদের দুজনকেই আটক করেছে পুলিশ। এছাড়া বাড়ির ছাদের চাবি থাকা নারী অনিতা দত্ত ও তার মেয়ে সৃষ্টি দত্তকেও শুক্রবার দুপুরে আটক করে পুলিশ। এদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, ঐ বাড়ির ছাদে রক্তের দাগ পেয়ে ধারণা করা হচ্ছে শিশুটিতে ঐ ভবনের ছাদেই হত্যা করা হয়েছে। প্রসঙ্গত, ২২ জানুয়ারি শিশু ছোঁয়া নিখোঁজ হওয়ার পর নগরীর দৌলতপুর থানায় প্রথমে জিডি ও পরে অপহরণ মামলা করেন বাবা সুশান্ত দে। ২৮ জানুয়ারি তার লাশ উদ্ধারের পর অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। Share this:FacebookX Related posts: খুলনায় ‘আল্লাহর দল’র ২ সদস্য গ্রেপ্তার খুলনায় পুলিশ সদস্যকে মারপিট: উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত খুলনায় পাঁচ লাখের অধিক শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে খুলনায় প্রথম করোনা রোগি সনাক্ত, এলাকা লকডাউন খুলনায় চিকিৎসক ও পুলিশসহ নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত কোরবানি ঈদকে সামনে রেখে খুলনায় দুশ্চিন্তায় প্রায় ৭ হাজার খামারী ব্যাবসায়ী খুলনায় যত্রতত্র পার্কিংয়ে দুর্ভোগ : বেহাল কেডিএ’র সোনাডাঙ্গা বাস টার্মিনাল খুলনায় ৯৮২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে খুলনায় ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরায় আটক অর্ধশত, ৮ জনকে জরিমানা খুলনায় মুজিববর্ষে ঘর পাচ্ছেন সেই ‘মুক্তিযোদ্ধা’ অশোক দাস খুলনায় দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী ও তার স্ত্রী কারাগারে SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: খুলনায়ধর্ষণের পরবাড়ির ছাদেশিশু অঙ্কিতাকে হত্যা