হরিণাকুন্ডুতে নৌকা ও কোটচাঁদপুরে আ’ লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

আব্বাস আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ও কোটচাঁদপুর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবাইল প্রতীক নিয়ে শহিদুজ্জামান সেলিম জয়ী হয়েছেন।

হরিণাকুন্ডু নৌকার প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ৭ হাজার ৩৪৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৩৪ ভোট।

অন্যদিকে কোটচাঁদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামান সেলিম পেয়েছেন ৮ হাজার ৩৪২ ভোট এবং তার নিকটতম ধানের শীর্ষের প্রার্থী সালাউদ্দিন বুলবুল সিডল পেয়েছেন ৭ হাজার ১১৯ ভোট।