বাগেরহাট পৌরসভা নির্বাচনে আচরনবিধি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; বাগেরহাট পৌরসভা নির্বাচনে আচরনবিধি প্রতিপালন নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় নিময় সভায় আওয়ামী লীগ ও বিএনপি’র দুই মেয়র প্রার্থী, সাধারন ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বাগেরহাট জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্ররায়, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র খান হাবিবুর রহমান, বিএনপি’র প্রার্থী মো. সাঈদ নিয়াজ হোসেন শৈবাল, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী বক্তব্য রাখেন। সভায় বাগেরহাট পৌরসভা নির্বাচনের সকল প্রার্থীকে আচারন বিধি মেনে সবাইকে শান্তিপূর্ন ও উৎসব মূখর পরিবেশে নির্বাচনে অংশ গ্রহনের আহবান জানানো হয়।