পীরগঞ্জ পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক জয়ী হয়েছেন। খেজুরগাছ প্রতীকে নির্বাচন করে ৯ হাজার ১৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কসিরুল আলম নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৯০ ভোট।

বিএনপির ধানের শীষ মার্কার রেজাউল করিম রাজা পেয়েছেন ২ হাজার ৭১৪ ভোট।

রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দীন জানান, শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রী

সহ মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩২ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বী করেন।