খোকসা পৌরসভায় আ’লীগ প্রার্থী জয়ী

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
খোকসা পৌরসভায় আ’লীগ প্রার্থী জয়ী

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার খোকসা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বর্তমান মেয়র তারিকুল ইসলাম বিপুল ভোটের জয়ী হয়েছেন। সোমবার সন্ধ্যায় নির্বাচনের রির্টানিং কর্মকর্তা বেসরকারীভাবে তার নাম বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনে তারিকুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৩৭২ ভোট। তার নিকটতম বিএনপি মনোনিত প্রার্থী রাজু আহম্মেদ পেয়েছেন ১ হাজার ৫৮৩ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) ইলেক্ট্রিক ভোটিং মেশিনে কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বলেন, ৯ কেন্দ্রে মোট ৭২টি ইভিএম মেশিন দেওয়া হয়েছে। সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন

হয়েছে। নির্বাচনে র‌্যাব ও বিজিবি ও পুলিশ কেন্দ্রের বাইরে টহলে ছিলো। ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে কয়েকটি মোবাইল টিম কাজ কেরেছে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক গাফফারুজ্জামান বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিলো। কোন ধরনের অপ্রীতিকর কোন কিছু করার সুযোগ ছিলো না।