বাগেরহাট-৪ উপনির্বাচন: বিএনপি ও জাপার প্রার্থীর মনোনয়ন বাতিল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০ নিজস্ব প্রতিনিধি : বাগেরহাট-৪ সংসদীয় (মোড়েলগঞ্জ ও শরণখোলা) আসনের উপনির্বাচনে বিএনপি এবং জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।রবিবার বাগেরহাট জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী ঋণখেলাপির দায়ে বিএনপি মনোনীত কাজী খায়রুজ্জামান শিপন এবং জাতীয় পার্টি মনোনীত সাজন কুমার মিস্ত্রীর মনোনয়নপত্র বাতিল করেন। এখন এই আসনে একমাত্র বৈধ প্রার্থী আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। রিটার্নিং অফিসার ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি মনোনীত তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাই শেষে ঋণখেলাপির দায়ে বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন এই আসনে একমাত্র বৈধ প্রার্থী আওয়ামী লীগের আমিরুল আলম মিলন। এ বিষয়ে বিএনপি প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন জানান, প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৯ ফেব্রুয়ারি। ১ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়ার কথা। আর ভোটগ্রহণের জন্য ২১ মার্চ নির্ধারিত রয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৭ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৪৮৬ জন এবং নারী ভোটার এক লাখ ৪৮ হাজার ৯৪৮ জন। গত ১০ জানুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন মারা গেলে এই আসনটি শূন্য হয়। Share this:FacebookX Related posts: বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন: আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে শফি আনসারী বিজয়ী বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন: আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, আলোচনায় ৫ জন খোকসা পৌরসভায় আ’লীগ প্রার্থী জয়ী রাত পোহালেই নির্বাচন, নিরাপত্তার চাদরে ঢাকা শৈলকূপা কুষ্টিয়ার ৪টি পৌর নির্বাচনে ৩টি নৌকা ১টিতে মশাল বিজয়ী মোংলা পোর্ট পৌরসভায় আ.লীগের প্রার্থীর জয়, বিএনপির বর্জন প্রার্থীতা প্রত্যাহার করলেন সাজেদুর রহমান রাত পোহালেই মোড়েলগঞ্জ পৌরসভার নির্বাচন,নয়টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনিরামপুর পৌরসভা নির্বাচনে আ.লীগের প্রার্থীর জয় চিতলমারীতে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার টিকিট পাবে কারা? মরিয়া তরুন প্রজন্ম বাগেরহাট পৌরসভা নির্বাচনে আচরনবিধি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: উপনির্বাচনবাগেরহাট-৪বিএনপি ও জাপা প্রার্থীরমনোনয়ন বাতিল