রাত পোহালেই মোড়েলগঞ্জ পৌরসভার নির্বাচন,নয়টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি : কাল শনিবার বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভার সাধারণ নির্বচন। এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডের সবকয়টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন কর্তৃপক্ষ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে পৌছে গেছে নির্বাচনী সরমজামাদীসহ ব্যালট বাক্স। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, শান্তি শৃংখলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি, র্যাব ও বিজিবি পৃথক পৃথক টিম কেন্দ্র এলাকায় অবস্থান করছে। উপকূলীয় উপজেলা হওয়ায় কোষ্টগার্ড সদস্যদেরকেও নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। ৯টি কেন্দ্রে আনসার সদস্য থাকছেন ৮১ জন। এর মধ্যে অস্ত্রধারী পিসি এপিসি ১৮ জন ও সাধারণ সদস্য ৩৬ জন। মোড়েলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ জন। এরমধ্যে নারী পুরুষ প্রায় সমান সমান। ভোট গ্রহনের জন্য ৯টি কেন্দ্রে প্রস্তুত করা হয়েছে। থানা পুলিশের দেওয়া তথ্য মতে সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, র্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর আনিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন গোটা নির্বাচনী কার্যক্রম মনিটরিং করবেন। Share this:FacebookX Related posts: রাত পোহালেই নির্বাচন, নিরাপত্তার চাদরে ঢাকা শৈলকূপা বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন: আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন: আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, আলোচনায় ৫ জন বাগেরহাট-৪ উপনির্বাচন: বিএনপি ও জাপার প্রার্থীর মনোনয়ন বাতিল খোকসা পৌরসভায় আ’লীগ প্রার্থী জয়ী কুষ্টিয়ার ৪টি পৌর নির্বাচনে ৩টি নৌকা ১টিতে মশাল বিজয়ী মোংলা পোর্ট পৌরসভায় আ.লীগের প্রার্থীর জয়, বিএনপির বর্জন প্রার্থীতা প্রত্যাহার করলেন সাজেদুর রহমান মনিরামপুর পৌরসভা নির্বাচনে আ.লীগের প্রার্থীর জয় হরিণাকুন্ডুতে নৌকা ও কোটচাঁদপুরে আ’ লীগের বিদ্রোহী প্রার্থীর জয় চিতলমারীতে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার টিকিট পাবে কারা? মরিয়া তরুন প্রজন্ম বাগেরহাট পৌরসভা নির্বাচনে আচরনবিধি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: নয়টি কেন্দ্র ঝুঁকিপূর্ণপৌরসভার নির্বাচনমোড়েলগঞ্জরাত পোহালেই