নিজের ডাকা কর্মসূচি প্রত্যাহার করলেন কাদের মির্জা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : জেলা আওয়ামী লীগের সেক্রেটারি একরামুল করিমকে বহিষ্কারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকা আগামী রোববারের (৩১ জানুয়ারি) হরতাল ও ০২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন প্রত্যাহার করেছেন বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বসুরহাট রূপালী চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। কাদের মির্জা বলেন, ‘আমি দলের হাই কমান্ডের বাইরে যেতে পারি না। হাই কমান্ডের নির্দেশে আগামী রোববারের হরতাল ও ০২ ফেব্রুয়ারির জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন প্রত্যাহার করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমাকে বহিষ্কার করলেও আমি অপরাজনীতির বিরুদ্ধে বলে যাব। আমি অপরাজনীতি, টেন্ডারবাজী, চাঁদাবাজি ও চাকরি বাণিজ্যসহ সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি, তাই আমি খারাপ হয়ে গেছি। আমরা কখনো অপরাজনীতির কাছে মাথানত করবোনা। দলের হাই কমান্ড থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে উনারা ব্যবস্থা নেবেন, উনারা দায়িত্ব নিয়েছেন তাই আমি কোম্পানীগঞ্জের হরতাল ও ঢাকায় সংবাদ সম্মেলন প্রত্যাহার করেছি।’ চট্টগ্রাম সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে কাদের মির্জা বলেন, ‘তিন তিনটি মায়ের বুক খালি হয়েছে চট্টগ্রাম সিটি নির্বাচনে। এটা কোন নির্বাচন হতে পারে না। চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কমতি নেই। তারপরও কেন হত্যা, খুন, হানাহানির মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। আমরা এই রকম ভোট বাংলাদেশের কোথাও দেখতে চাই না।’ তিনি বলেন, ‘নির্বাচন আমরাও করেছি বসুরহাটে, কিন্তু কোন সাংবাদিক বলতে পারেনি কারো গায়ে একটি আচড় লেগেছে। প্রধানমন্ত্রী দেশে এত উন্নয়ন করেছে খুনাখুনি করে ক্ষমতায় যাওয়ার জন্য নয়।’ Share this:FacebookX Related posts: খাগড়াছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা মূলক কর্মসূচি সংবর্ধিত হলেন মেয়র কাদের মির্জা মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত বান্দরবানে অবৈধ ৬ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১৮ লাখ টাকা জরিমানা নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত জমি নিয়ে বিরোধ, বসতঘর কেড়ে নিল প্রতিপক্ষরা নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রী জন্মদিন উদযাপন রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১০ মিরসরাইয়ে নিখোঁজ যুবতির লাশ উদ্ধার নোয়াখালীতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চন্দনাইশে পলাতক আসামি গ্রেপ্তার SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: কর্মসূচিকাদের মির্জানিজের ডাকাপ্রত্যাহার করলেন