সংবর্ধিত হলেন মেয়র কাদের মির্জা

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংবর্ধিত হলেন বসুরহাট পৌরসভা নব-নির্বাচিত মেয়র ও সাম্প্রতিক সময়ে সত্য বচনে আলোচিত আব্দুল কাদের মির্জা।
বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত এ সংবর্ধনায় সভাপতিত্ব করেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে মঞ্চ থেকে নেমে উপস্থিত জনতাকে ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান মেয়র কাদের মির্জা।

সংবর্ধিত অতিথি আব্দুল কাদের মির্জা ছাড়াও এতে আরো বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খীজির হায়াত খান, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি পিপুল চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবর্ধনা উপলক্ষে বিকাল ৩টা থেকে কোম্পানীগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা সরকারী মুজিব কলেজ মাঠে জড়ো হতে শুরু করে এবং কলেজ মাঠ লোকারণ্যে পরিণত হয়। এছাড়াও সংবর্ধনা শেষে কণ্ঠশিল্পী মমতাজ ও কর্ণিয়ার অংশগ্রহণে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।