নবীনগর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল আলম

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মোহনা টিভির সাইদুল আলম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকতা একরামুল সিদ্দিক।

সভাপতি জালাল উদ্দিন মনির ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সংবাদের প্রতিনিধি আসাদুজ্জামান কল্লোল পেয়েছেন ১২ ভোট।

সাধারণ সম্পাদক সাইদুল আলম ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোস্তাক আহম্মেদ উজ্জল পেয়েছেন ১৪ ভোট।

সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে দৈনিক যায় যায় দিন প্রতিনিধি গোলাম মোস্তফা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মশিউর রহমান নির্বাচিত হয়েছেন।