বগুড়া প্রেসক্লাবের সভাপতি নয়ন, সম্পাদক আরিফ

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : এক বছর মেয়াদী বগুড়া প্রেসক্লাব নির্বাচনে ২১টি পদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহমুদুল আলম নয়ন এবং সাধারণ সম্পাদক পদে নির্বচিত হয়েছেন আরিফ রেহমান

সভাপতি পদে মাহমুদুল আলম নয়ন পেয়েছেন ১০৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল হাসান নয়ন পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আরিফ রেহমান পেয়েছেন ৭৫ ভোট আর তার নিকটতম প্রার্থী সুমনা রায় পেয়েছেন ৭০ ভোট।


ভোট শেষে বৃহস্পতিবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ফলাফল ঘোষণা করেন। ১৯৪ সদস্যের মধ্যে ১৮৭ জন প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তার হলেন, সহ-সভাপতি পদে ৩ জন আব্দুল মোত্তালিব মানিক, আব্দুস সালাম বাবু, ও এস এম কাওসার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দু’জন যথাক্রমে সাজেদুর রহমান সিজু ও সাজ্জাদ হোসেন পল্লব। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ পদে কমলেশ মোহন্ত ,সাহিত্য সম্পাদক পদে মেহেরুল সুজন, ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস হোসেন। এ ছাড়া কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৯ জন।