সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার, সম্পাদক সজীব

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির ২০২১সালের কমিটি গঠন করা হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার রাতে দৈনিক ভোরের কাগজ সোনাগাজী কার্যালয়ে এক বর্ধিত সভায় উক্ত কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি বাহার উল্যাহকে সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি জহিরুল হক খাঁন সজীবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি দৈনিক প্রভাতি খবর প্রতিনিধি আফতাব হোসেন মমিন ভূঞা, দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি মহিউদ্দিন খোকন যুগ্ন সম্পাদক, হাজারিকা প্রতিদিন প্রতিনিধি আবদুর রহিম দপ্তর সম্পাদক, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি গিয়াস উদ্দিন মামুন কোষাধ্যক্ষ ।

নির্বাহী সদস্য হলেন, সাপ্তাহিক জনপ্রিয় প্রতিনিধি মোঃ ওবায়দুল হক, সাপ্তাহিক জনপ্রিয় প্রতিনিধি নুরুল আলম মহব্বত, সমাচার দর্পন প্রতিনিধি আবু মুছা তুহিন, সাপ্তাহিক শমশেরনগর প্রতিনিধি ইয়াছিন আরাফাত তুহিন, ও সাপ্তাহিক ফেনীর ডাক প্রতিনিধি আবদুল্লাহ আল মাসুদ।

এছাড়া সিনিয়র সাংবাদিক সৈয়দ মনির আহমদকে প্রধান উপদেষ্টা করে ৫সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উক্ত কমিটি ২০২১সালের ৩১ডিসেম্বর পর্যন্ত দায়ীত্ব পালন করবেন।