সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও দায়িত্বশীলতা একান্ত প্রয়োজন

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

আব্দুর রহিম,জেলা প্রতিনিধি খাগড়াছড়ি ; বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ২০২০-২০২২ ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ায়, গুইমারা প্রেস ক্লাবের পক্ষথেকে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীকে সম্মননা স্মারক প্রধান করা হয়।

এ সময় জেলা পরিষদ জেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, পেশাগত দায়িত্ব পালনে সততা ও দায়িত্বশীলতা একান্ত প্রয়োজন। তিনি আরও বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির জাগ্রত বিবেক,আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ এবং রাষ্টের চুতুর্থ স্তম্ভ।নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতীর জন্য মঙ্গল বয়ে আনে। এজন্য সাংবাদিকদেরকে সংবাদ সাজানো বা উপস্থনার ক্ষেত্রে তথ্যের সত্যতা ও শব্দ প্রয়োগ এবং বস্তু নিষ্ঠতা গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে।তাহলে-ই সমাজ রাষ্ট্র উপকৃত হবে।

রবিবার(২৩ফেব্রুয়ারী)সকালে,জেলা পরিষদ চেয়ারম্যান’এর গুইমারাস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গুইমারা প্রেস ক্লাবের আহবায়ক মেমং মারমা,য়ুগ্ন-আহবায়ক নুরুল আলম,সদস্য সচিব এম দুলাল আহাম্মদ,সদস্য আবদুল আলী,শাহ আলম রানা,আনোয়ার হোসেন,আবদুর রহিম,ফোরকানুল হক সাকিব,আনন্দ সোম, গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বিল্পব শীল প্রমুখ।