নচোলে যাত্রীবাহী বাস চাপায় এক নারীসহ ৩ জন আহত

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নচোলে যাত্রীবাহী বাস চাপায় এক নারীসহ ৩ জন আহত, একজনের অবস্থা আশংকা জনক। ৫ জানুয়ারি সকাল সোয়া ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার আড্ডা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘মায়ের দোয়া’ রাজশাহী ব- ০৫-০০০৩ নং বাসটি নাচোল বাসস্ট্যান্ডের অদূরে দক্ষিণ সাঁকোপাড়া মহল্লায় বিপরীতমুখী একটি যাত্রীবাহী চার্জার ভ্যানকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে বৈদ্যুতিক ট্রান্সিমটর যুক্ত জোড়া পোলে ধাক্কা দিলে বিদ্যুতের একটি পোল ভেঙ্গে যায়।

এ ঘটনায় চার্জার ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ভ্যানের নারীযাত্রী ও তার ভাইসহ ভ্যানচালক আহত হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় নাচোল ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নাচোল হাসপাতাল সূত্রে জানাগেছে, আহতদের মধ্যে পারুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অপর ২ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে মেডিকেল থেকে বাড়িতে ফিরেছেন।

আহতরা হচ্ছে নাচোল উপজেলার মাক্তাপুর (কলাবনা) গ্রামের সলেমান আলীর মেয়ে পারুল (৩৭) ও তার ভাই মিজান (২৫) এবং নাচোল পৌর এলাকার পন্ডিৎপুর মহল্লার ভ্যানচালক শাজাহান আলী (৬৫)। এব্যাপারে নাচোল থানার অফিসার ইন্চার্জ সেলিম রেজা জানান দুর্ঘটনার পর ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্ত বাসটি পরিদর্শনসহ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেয়া হয়েছে। তিনি আরও জনান, এঘটনায় একটি অভিযোগ দায়েল করা হয়েছে।