রাজধানীতে ৬০ কোটি টাকার কোকেনসহ গ্রেফতার ছয়

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

অনলাইন ডেস্ক ; রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ২ কেজি কোকেনসহ কোকেন ব্যবসায়ী চক্রের ৬ জনকে আটক করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা মোঃ সুলতান হাসান (৫০), মোঃ হান্নান (৩৫), মোঃ উজ্জল (২৮), উদয় দাস (৫২), শ্রী পলাশ দে (৫৮), মোঃ ফিরোজ আলম খাঁন (৫০)।

বুধবার র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান।

এসময় তাদের কাছ থেকে মাদক ৯ টি মোবাইল ফোন ও ২ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়া মোমেনবাগ এলাকার সালাউদ্দিন স্কুল রোডের একটি বাসা থেকে কোকেন ব্যবসায়ী চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করে এবং ১ কেজি কোকেন উদ্ধার করে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন ঢাকার পল্টন থানার ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় হোটেল মেঘনায় অভিযান পরিচালনা করে আরো ১ কেজি কোকেনসহ কোকেন ব্যবসায়ী চক্রের আরো ৩ জন সদস্যকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসাসহ আন্তর্জাতিক কোকেন পাচারকারী চক্রের সাথে জড়িত বলে ধারণা করা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।