ধর্ষণের শিকার ৪ জন ঢামেকের ওসিসিতে ভর্তি

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

নিউজ ডেস্কঃ রাজধানীতে ধর্ষণের শিকার চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের স্বাস্থ্য পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।গতকাল শনিবার ধর্ষণের ঘটনায় ওসিসিতে ভর্তি ভুক্তভোগীদের সম্পর্কে এসব তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।তিনি বলেন, কামরাঙ্গীরচর ও সবুজবাগের ঘটনায় দুই শিশুকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। একাধিক ব্যক্তি জড়িত কিনা ডিএনএ পরীক্ষার পর জানা যাবে। তবে তাদের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো।

ঢামেক হাসপাতাল পরিচালক আরও বলেন, এটা সামাজিক অবক্ষয়। শিশু আর প্রতিবন্ধী নারীরাই এখন ধর্ষণের শিকার হচ্ছে বেশি। এটা রোধ করতে এখনই নানামুখী প্রচেষ্টা নেয়া দরকার।এদিকে রাজধানীর রামপুরায় দুই কর্মজীবী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবুর্চি মুশফিক আলমকে (৩৮) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।গত শুক্রবার রাতে ওই দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে মুশফিককে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়াকামরাঙ্গীরচরে ১৩ বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা হয়। উন্নত চিকিৎসার জন্য আজ সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হবে।বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এ তথ্য জানান। বস্ত্র ও পাটমন্ত্রীর সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।