ড. মশিউর রহমানের সহধর্মিনীর মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

মো:আতিয়ার রহমান খুলনাঃমাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানের সহধর্মিনী রওশন রহমান ইভা গত সোমবার বেলা ১১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রওশন রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান।
তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান অনুরূপ শোক প্রকাশ করেছেন।উল্লেখ্য, ১৯ নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রওশন রহমান। ভর্তির পর হাসপাতালের আইসিইউতে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। সবশেষ রিপোর্টে তার সংক্রমণ নেগেটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে না ফেরার দেশে চলে যান তিনি।