অবশেষে দখলমুক্ত হলো নবীনগরের সরকারি জায়গা

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : অবশেষে নবীনগরে সরকারি জায়গা দোকান নির্মাণ বন্ধ করলেন উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে জিনদপুর বাসট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে দীর্ঘদিন বসবাস করে আসছিলো কয়েকটি বেঁদে সম্প্রাদায়ের পরিবার।

উপজেলার জিনদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল বাশার নামে এক ব্যাক্তি সরকারি রোডসএন হাইওয়ের জায়গাতে বসবাসরত বেঁদে পরিবারগুলোকে থাকার জায়গাতেই প্রভাব খাটিয়ে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেন।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মীদের নজরে আসলে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্টেটাস প্রদান করে বিষয়টির প্রতিকার চাইলে।

বিষয়টি নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্কা মোহাম্মদ একরামুল ছিদ্দিকের নজরে আসে তিনি তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানকে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলে এসে বিষয়টির সত্যতা পেয়ে ইকবাল হাসান ঘর নির্মাণ বন্ধ করে দিয়ে জায়গাটি দখলমুক্ত করেন।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ একরামুল সিদ্দিক জানান, আমরা খবর পেয়ে অবৈধ স্থাপনা দখলমুক্ত করেছি এবং পরবর্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।