মদন পৌরসভায় নৌকার জয়

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : প্রথম ধাপের পৌর নির্বাচনে নেত্রকোণার মদন পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম।
সোমবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থী সাইফুল ইসলাম ৩ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জানিয়েছেন, সহকারি রিটার্নিং অফিসার ও মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন ১৮৬৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। পৌরসভায় মোট ১২ হাজার ৮৪১ ভোটের মধ্যে ৯ হাজার ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে মেয়র পদে ৬ জন এবং সংরক্ষিত ও সাধারণ আসন মিলিয়ে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ২নাম্বার ওয়ার্ডে হক্কু মিয়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।