দিনাজপুরে বিএনপি নেতাকর্মীদের গণপদত্যাগের ঘোষণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির বহিষ্কারের কেন্দ্রীয় কমিটির আত্মঘাতি সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে নেতাকর্মীরা গণপদত্যাগের ঘোষণা দিয়েছে। গত ২৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত একপত্রে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে সভাপতির পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে। এই বহিষ্কার করার ঘটনা কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশ পাওয়ায়, ক্ষোভে ফেঁটে পড়েন উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ। তারা একে একে উপজেলা বিএনপির সভাপতির সাথে দেখা করে ঐক্যবদ্ধভাবে গণপদত্যাগের ঘোষণা দেন। উপজ্লো বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যন অধ্যক্ষ মওঃ নবিউল ইসলাম বলেন, ১৯৮৯ সালে তৎকালিন বিএনপি নেতা হাজি মনসুর আলী সরকার ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপিকে ভেঙ্গে দিয়ে জাতীয় পাটি গঠন করায়, বিএনপিতে নেতা-কর্মী শূন্য হয়ে পড়ে। এরপর অধ্যক্ষ খুরশিদ আলম মতি বিএনপির হাল ধরে ফুলবাড়ীতে বিএনপির কাঠামো গঠন করেন। কোন কারন ছাড়ায় জনপ্রিয় নেতাকে কেন্দ্রীয় কমিটি আত্মঘাতি সিদ্ধান্তে বহিষ্কার করলে উপজেলা বিএনপির অস্থিত্ব সঙ্কটে পড়বে। এই কারনে তিনি বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান। একই কথা বলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যন মোজাফ্ফর হোসেন চৌধুরী। উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন বলেন, যার হাতধরে নেতাকর্মীরা ছাত্রদল থেকে বিএনপির রাজনীতি করছেন তাকেই বহিষ্কার করা হলে তিনিসহ সকল নেতাকর্মীগণ গণপদত্যাগ করবেন। একই ভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে গণপদত্যাগের ঘোষণা দিয়েছে উপজেলা যুবদলের আহবায়ক আবু সাঈদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুব আলম মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জাকিউর রহমান চঞ্চল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকলেছুর রহমান নবাব, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা দেলওয়ার হোসেন লিটনসহ উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ। নেতাকর্মীগণ বলেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি একজন জনপ্রিয় নেতা, তার হাতেই ফুলবাড়ী উপজেলা বিএনপি পূর্ণগঠন হয়েছে। তাকে বহিষ্কার করে এই এলাকার বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের হতাশ করেছে। নেতারা বলেন, অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে বাদ দিলে অভিভাবকহীন হয়ে পড়বে উপজেলা বিএনপি, এই জন্য তারা এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান। উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে গণপদত্যাগের ঘোষণা দিয়েছে ইউনিয়নের কাজিহাল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ ও সাধারন সম্পাদক তছলিম উদ্দন সরকারসহ অন্যান্য নেতা একই দাবী জানান। এদিকে দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য এজেড এম রেজওয়ানুল হক বলেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি একজন জনপ্রিয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান। তাকে কেন বহিষ্কার করা হয়েছে, সেই বিষয়ে কিছুই জানেনা দিনাজপুর জেলা বিএনপি। বহিষ্কারের বিষয়ে কোন সিদ্ধান্তই জেলা বিএনপিতে হয়নি বলে তিনি জানান। তবে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া বলেন ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির ভাই মাহমুদ আলম লিটন স্বতন্ত্র প্রর্থী হিসেবে নির্বাচন করার কারনে তাকে বহিষ্কার করতে পারে, কিন্তু তিনি নিশ্চিত হতে পারেননি। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি জানান, উপজেলা বিএনপির সিদ্ধান্ত ছাড়ায় কয়েকজন জেলা বিএনপির সদস্যের মনগড়া মতামতের উপর ভিত্তিকরে একজন জনসমর্থহীন ব্যাক্তিকে দলীয় মনোনয়ন দেয়ায়, তারা নির্বাচন কার্যক্রম থেকে সরে আছেন। তিনি আরো বলেন, তার ছোট ভাই মাহমুদ আলম লিটন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও, দলীয় প্রার্থী না হওয়ায় সেই নির্বাচনের কার্যক্রমেও তিনি অংশ গ্রহন করেনি। অথচ মাহমুদ আলম লিটন দলের একজন সাবেক ছাত্র নেতা ও বিএনপির সহায়তাকারী বলে জানান। বহিষ্কারের বিষয়ে তাকে কোন কারণ দর্শানো নোটিশও করেনি কেন্দ্রীয় কমিটি। Share this:FacebookX Related posts: দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত দিনাজপুরে লিচু গাছে প্রচুর মুকুল,মৌয়ালদের ভীড় বাড়ছে বাগানে দিনাজপুরে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত নন দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ দিনাজপুরে ৪ হাজার ১০৪ বোতল রেক্টিফাইট স্পিরিট উদ্ধার দিনাজপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আদিবাসীর মৃত্যু এরশাদের স্বাস্থ্যনীতি বাস্তবায়ন না হওয়ায় ভেঙে গেছে স্বাস্থ্যখাত-জিএম কাদের পল্লীবন্ধুর সমাধিতে জাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুজিববর্ষ উপলক্ষ্যে দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বৃক্ষ রোপণ দিনাজপুরে ইয়াবা ও গাজাসহ যুবক আটক ‘সীমান্ত হত্যার প্রতিবাদ না করে ভারতের সাথে রাখিবন্ধনের কথা বলেছেন কাদের’ দিনাজপুরে উচ্ছেদ করা ইটভাটা নতুন করে গড়ে তোলায় আবারো ভেঙ্গে দিলো প্রশাসন SHARES Matched Content রংপুর বিভাগ বিষয়: গণপদত্যাগের ঘোষণাদিনাজপুরেবিএনপি নেতাকর্মীদের